
স্পোর্টস রিপোর্টার ( কক্সবাজার ) : বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদের সভাপতি পদে আজম নাছির ও মহাসচিব পদে আশিকুর রহমান মিকু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আগামী চার বছর তারা দায়িত্ব পালন করবেন।
মঙ্গলবার কক্সবাজারের হোটেল কক্স টুডেতে বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের কর্মকর্তাদের দ্বারা পরিচালিত হয় এই সংগঠন। এবার ভিন্ন একটি উদ্যোগ নিয়েছেন সংগঠক পরিষদের কর্মকর্তারা। দেশের সব ডিসিপ্লিনের ক্রীড়াবিদের জন্য এ মাসের শেষ দিকে ‘জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদ ফিজিও থেরাপি সেন্টার’ খোলা হবে বলে জানান মহাসচিব।
আশিকুর রহমান বলেন, ‘আমরা ক্রীড়াবিদদের শারীরিক সুস্থতার জন্য একটি ফিজিও সেন্টার তৈরি করছি। আজ (গতকাল) এই সিদ্ধান্ত নিয়েছে নতুন কমিটি। যেখানে সার্বক্ষণিক একজন পুরুষ ও নারী ফিজিও থেরাপিস্ট থাকবেন।’ জানা গেছে, মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের দোতলায় সংগঠক পরিষদের জন্য সংরক্ষিত কক্ষে ফিজিও থেরাপি সেন্টার খোলা হবে। এছাড়া সভায় সংগঠক পরিষদের সংশোধিত গঠনতন্ত্র অনুমোদন করা হয়।