
স্পোর্টস রিপোর্টার ঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে রাঙামাটিতে বঙ্গবন্ধু উন্মুক্ত টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। উদ্বোধনী ম্যাচে জয় পেয়েছে রাঙামাটি কনফিডেন্স ক্রিকেট একাডেমী। এদিন তারা ৬০ রানে মহসীন কলোনী স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে টুর্নামেন্টে শুভ সুচনা করেছে।
এর আগে রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে রবিবার সকালে চিং হ্লা মং মারী স্টেডিয়ামে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ।
জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপ পরিষদের আহবায়ক ও পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী’র সভাপতিত্বে অন্যান্যের মধ্যে ডিজিএফআই কর্ণেল ইরফান ইবনে এ রউফ, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী কামাল উদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আজম, যুগ্ম সম্পাদক মিথুল দেওয়ান, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ হান্নান সহ জেলা ক্রীড়া সংস্থার অন্যান্য সদস্যগণ এ সময় উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বর্তমানে ক্রিকেট টুর্নামেন্ট দেশকে অনেক উপরে নিয়ে যাচ্ছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, যারা আজকে বঙ্গবন্ধু উন্মুক্ত টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে, তাদের থেকে জাতীয় মানের খেলোয়াড় বের হয়ে আসবে । তিনি আরো বলেন, সকল ধরণের টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে ক্রীড়া সংস্থাকে গতিশীল সংস্থা হিসেবে পরিচালিত করার জন্য ইতিমধ্যে সকল ধরণের প্রস্তুতি নেয়া হয়েছে।
উদ্বোধনী ম্যাচে কনফিডেন্স ক্রিকেট একাডেমী ৬০ রানে মহসীন কলোনী স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। বিজয়ী দলের রাকিব ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হন। নক আউট পদ্ধতির এই টুর্নামেন্টে সদরের মোট ১৬টি ক্রিকেট টিম অংশ নিচ্ছে।